Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিস্তারিত

বিদ্যালয়টি কোলাহল মুক্ত,গ্রামীন মনোরম পরিবেশে, সমতল ভূমি ও সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন চকঘোড়াপাখিয়া থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে নয়ালাভাংগা ইউনিয়নের অর্ন্তভূক্ত ঢোড়বোনা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে দুইটি সিপট চালু আছে। একটি টিনের ছাউনি ও একটি পাকা ভবন।মোট পাঁচটি কক্ষ আছে। একটি অফিস কক্ষ ও চারটি শ্রেণী কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ের সীমানা প্রাচীর দিয়ে ঘেরা।অবহেলিত গ্রামীন জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর জন্য অত্র এলাকার কিছু সংখ্যক বিদ্যানুরাগী, সমাজ-সেবক শিক্ষার সাথে জড়িত মহত ব্যক্তিদের স্বপ্নের ফসল এ বিদ্যালয়। সর্ব প্রথম  জহিরুদ্দিন আহমেদ অত্র বিদ্যালয়ে ২.৩ শতাংশ জমি দান করে বিদ্যালটি প্রতিষ্ঠা করে। প্রতি বছর বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তিসহ প্রাথমিক শিক্ষা সমাপনী

পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা ভাল ফলাফল করে আসছে।