বিদ্যালয়টি কলাহল মুক্ত গ্রামীন মনোরম পরিবেশে, সমতল ভূমি ও পাকা রাস্তার পার্শ্বে অবস্থিত। ষষ্ঠ হতে নবম শ্রেণী পর্যন্ত খ শাখা, কম্পিউটার, কৃষি, ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে। দুটি ভবনের একটিতে প্রধান শিক্ষকের অফিস, শিক্ষক রুম, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, পাঠাগার, স্টোর রুম, ও নয়টি শ্রেণী কক্ষ এবং অন্যটি তিনটি শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়টি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, ভেতরে একটি মসজিদ আছে।অবহেলিত গ্রামীন জনগোষ্ঠির মাঝে শিক্ষার আলো ছড়ানোর জন্য অত্র এলাকার কিছু সংখ্যক বিদ্যানুরাগী, সমাজসেবক, শিক্ষার সাথে জড়িত মহত ব্যক্তিদের স্বপ্নের ফসল এই বিদ্যালয়। এদের মধ্যে মো: আবুল মুনসুর, বাবু দয়াল চন্দ্র দাস, অঘর নাথ প্রামাণিক, জোহাক আহম্মদ বিশ্বাস ও মহফিল আহম্মেদ মিয়া উল্লেখযোগ্য। ১৯৫৯ সালে হরিনগর গ্রামে জুনিয়ার বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। কয়েকজন শিক্ষিত যুবক ও অবসর প্রাপ্ত কর্মঠ ব্যক্তি নিয়ে শিক্ষাদান কার্যক্ক্রম চলে। সর্ব প্রথম ১৯৬৫ সালে পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করে ছাত্র/ছাত্রীরা কৃতিত্ব অর্জন করে। প্রতি বছর বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি সহ এস,এস,সি পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা ভাল ফলাফল করে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS