বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্ন্তগত শিবগঞ্জ থানাটি ততকালীন বৃট্রিশ বঙ্গ প্রদেশের মালদহ জেলার বৃহতম থানা ছিল। ১৯৪০ সালের কোন এক সময় রাণীহাটি গ্রামে একটি মিডিয়াম ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল।১৯৪৭ সালে ভারত বিভাগকালে এলাকায় কোন উচ্চ বিদ্যালয় না থাকায় অত্র এলাকার সুধীজন ও বিদ্যানুরাগী ব্যক্তিগন শিক্ষা বিস্তারের লক্ষে মিডিয়াম ইংলিশ স্কুলকে প্রায় ৩ (তিন) একর জমির উপর ১৯৪৮ সালে রাণীহাটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন। সেই মহান বিদ্যাপীঠ প্রতিষ্ঠা আমলে যাদের ত্যাগ তিতিক্ষা ও অবদানের কথা স্বীকার করতে হয় তন্মধ্যে ১।মরহুম দোস্ত মোহাম্মদ বিশ্বাস ২। মরহুম সৈয়ব আহম্মদ বিশ্বাস ৩। মরহুম হাজ্বী উম্মেদুল্লাহ বিশ্বাস ৪। মরহুম হাজ্বী নিয়াজ উদ্দীন বিশ্বাস ৫। মরহুম সিদ্দিক আহেম্মদ বিশ্বাস ৬। মরহুম আজিজদুল্লাহ বিশ্বাস ৭। মরহুম সিরাজউদ্দিন বিশ্বাস ৮। মরহুম ডা: বিলায়েত আলী বিশ্বাস ৯।আলহাজ্ব রইস উদ্দীন আহম্মেদ ১০। সর্ব্ব জন শ্রদ্ধেয় শিক্ষক, মরহুম ইদ্রিস আহম্মেদ ১১। মরহুম বদিউজ্জামান পন্ডিত ১২। মরহুম এ্যাডভকেট তমিজ উদ্দীন আহম্মেদ (অব: প্রধান শিক্ষক) এবং ১৩। সর্ব্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম নুরাজ্জাক সাহেব অন্যতম। মহান রাব্বুল আলামিনের নিকট তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।এবং বিদ্যালয়টিতে প্রতিবছর ছাত্র/ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS