Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নয়ালাভাঙ্গা ইউনিয়েনর হরিগনর গ্রামের তাঁত শিল্প
Details

নয়ালাভাঙ্গা ইউনিয়ন একটি জনবহুল এলাকা। প্রায় ৪২,০০০(বিয়াল্লিশ হাজার) জনসংখ্যা বসাবাস করে। এই এলাকায় উল্লেখযোগ্য দর্শনীয় স্থান না থাকলেও মহাসড়কের পার্শ্বে আমাকাননে ঘেরা ব্রিক ফিল্ড নামক স্থানটি সাধারন জনগনের দৃষ্টি আকর্ষন করে। এই খোলা স্থানটি সরকারী/বেসরকারী/ব্যক্তিগত পর্যায়ের পৃষ্ঠপোষনের মাধ্যমে আরও অধিক দৃষ্টি নন্দন করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। তাছাড়া নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিশেষ করে ০৬নং ওয়ার্ডের হরিনগর গ্রামের  অধিকাংশ জনগন তাঁত শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। রেশম তাঁত শিল্প হতে উৎপন্ন বিভিন্ন প্রকার কাপড় যেমন গরদ, এনডি, জয়শ্রী, কটকি, সিল্ক থান কাপড় ইত্যাদি বিদেশে রপ্তানি করে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।